হোম > সারা দেশ > কুষ্টিয়া

সিঁড়ি থেকে পড়ার পর স্কুলশিক্ষকের মৃত্যু  

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সিঁড়ি থেকে পড়ে রবিউল ইসলাম নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত রবিউল ইসলাম উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

মৃতের ভাগনে বাবুল আহমেদ বলেন, ‘আজ সকালে আমার মামা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। পরে তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমার মামাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কোবির উদ্দিন বিশ্বাস বলেন, শিক্ষক রবিউল ইসলাম ডায়াবেটিকসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে নিজ বাড়ির সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান আরও বলেন, মৃতের জানাজা বাদ আসর অনুষ্ঠিত হবে। 

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ