হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় এবার ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এবার ড্রাম ট্রাকের ধাক্কায় অনিক নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ঘাতক ড্রাম ট্রাকের চালককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ নিয়ে গত এক সপ্তাহে কুষ্টিয়ায় পৃথক স্থানে ট্রাক চাপায় মহিলা, শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। 

মৃত শিশু অনিক শহরের লাহিনী বটতলা এলাকার আক্কার শাহ এর ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের লাহিনী বটতলা শাহ পাড়া এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এদিকে ড্রাম ট্রাকটি অনিককে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় এলাকাবাসী ট্রাকটি আটক করে চালককে গণধোলাই দেয় এবং ট্রাকে ভাঙচুর চালায়। পরে মিলপাড়া পুলিশ ফাঁড়ির এসআই খালিদুর রহমান আশিক, সাহেব আলী ও এএসআই আসাদ ট্রাকের চালককে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায়। এবং ড্রাম ট্রাকটিকে জব্দ করে মিলপাড়া পুলিশ ফাঁড়িতে রাখে। 
 
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে। এ ছাড়া ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ