হোম > সারা দেশ > কুষ্টিয়া

অসুস্থ খালাকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে অসুস্থ খালাকে দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মুর্শিদুল কবির শান্ত (২২) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহত শান্ত জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের আব্দুল মুন্নাফ মাস্টারের ছোট ছেলে। তিনি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। 

দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত অবৈধ স্টিয়ারিং গাড়ির চালকের সহকারীকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৭টার দিকে শান্ত দৌলতপুর উপজেলার শ্যামনগর থেকে অসুস্থ খালাকে দেখে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একই উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা মিনা বাজার এলাকায় এলে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ স্টিয়ারিং গাড়ির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগলে শান্ত গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ