হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ার স্কুলছাত্র আকাশ হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া এলাকার স্কুলছাত্র আকাশ (১৭) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে সদর উপজেলার জুগিয়া কবরস্থানের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে আকাশ হত্যা মামলায় এখনো পলাতক রয়েছেন আরও দুই আসামি। 

আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়ার বাবুর ছেলে বিপ্লব (২০) ও পৌর এলাকার দর্গাপাড়া ১৫ নম্বর ওয়ার্ডের গ্রামের মৃত তিতাসের ছেলে মিরাজুল (২১)। আর পলাতক আসামিরা হলেন, জুগিয়া মাঠপাড়া এলাকার রেজার ছেলে হৃদয় ও মুকুলের ছেলে রিজভী। 

এর আগে গত ২৯ মার্চ আকাশকে হত্যার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আকাশের বাবা ফারুক হোসেন। 

এ ঘটনায় দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, ‘পলাতক অপর দুই আসামি হৃদয় ও রিজভীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব দ্রুতই অভিযুক্ত ওই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হব।’ 

উল্লেখ্য, গত ২৪ মার্চ রাতে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া ইব্রাহিমপুর দোকানে আকাশকে সঙ্গে নিয়ে ক্যারাম বোর্ড খেলা করছিল বিপ্লব ও মিরাজুল। খেলার একপর্যায়ে হৃদয় ও রিজভী জুগিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আকাশকে ডেকে ড্রাম ট্রাকে তুলে জুগিয়া বালু ঘাটে নিয়ে যায়। ওই দিন রাতে আকাশকে বালু ঘাটের বালু উত্তোলনের স্থানে নদীর পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে তারা আকাশকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ