হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রিফাত (৮) ও মুরসালিন (৬) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার পদ্মা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করেন এলাকাবাসী। 

শিশু রিফাত গোলাবাড়ি এলাকার রিপন মণ্ডলের ছেলে ও মোরসালিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে। শিশু দুটি খালাতো-মামাতো ভাই ছিল। 

জানা গেছে, কয়েক দিন আগে মোরসালিন তার নানির সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। 

স্থানীয়দের বরাত দিয়ে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টু বলেন, গতকাল সকাল থেকে ওই দুই শিশু নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তাদের না পেয়ে পরিবারের লোকজনরা সন্ধ্যার দিকে মাইকিং করেন। পরে রাত ১১টার দিকে পদ্মা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, পদ্মা নদীতে গোসল করতে নেমে শিশু দুটি তলিয়ে যায়। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ গতকাল রাতে উদ্ধার করা হয়। রাতেই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা