হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে আল মাসুম (১৩) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া এলাকায় নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করেন স্বজনেরা। 

সে ওই এলাকার ভ্যানচালক তুজাম শেখের ছেলে এবং লক্ষ্মী পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল করে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আল মাসুম পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। প্রায়ই আত্মহত্যার চেষ্টা করত। গত বুধবার রাতে প্রতিদিনের ন্যায় নিজের শয়নকক্ষে ঘুমাতে যায়। তার কক্ষে কোনো দরজা ছিল না। পরে রাত ১০টার দিকে ছাত্রের মা ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করে ওঠেন। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসককে খবর দেন। চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত