হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মো. শাজাহানকে (৬৫) হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নিহত ব্যক্তির ছেলে মো. সজীব হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাজাহান উপজেলার চাদপুর ইউনিয়নের গোবরা গ্রামের বাসিন্দা। বালু কেনাবেচা নিয়ে একই এলাকার আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল শাহাজানের পরিবারের। এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিস হয়।

সালিসের পরদিন গত মঙ্গলবার সকালে শাজাহান বাজারে যাচ্ছিলেন। এ সময় আইচ উদ্দিন ও তাঁর ছেলে নয়ন, হৃদয়সহ কয়েকজ মিলে তাঁকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পেটান। পরে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ওই দিন রাত সাড়ে ৯টায় দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে সজিব হোসেন বলেন, ‘বালু নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। এ নিয়ে সালিসের পরদিন সকালে পরিকল্পিতভাবে বাবার ওপর আইচ উদ্দিন ও তাঁর ছেলেরা বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে হামলা চালান।’

ওসি মো. মোহসীন হোসাইন বলেন, এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ