কুষ্টিয়ায় বাসচাপায় রাকিবুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় হৃদয় আহাম্মেদ (২০) নামে মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার দোস্তপাড়া জোয়াদ্দার রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম সদর উপজেলার কুবুরহাট কদমতলা এলাকার সুরুজ আলীর ছেলে এবং আহত হৃদয় আহাম্মেদ একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী বলছে, শুক্রবার দুপুরের দিকে বন্ধু হৃদয়ের মোটরসাইকেলে চড়ে হৃদয় এবং রাকিবুল পোড়াদহ বাজারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে মোটরসাইকেলটি দোস্তপাড়া জোয়াদ্দার রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী হৃদয় এবং রাকিবুল ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাকিবুলের মৃত্যু হয়। হৃদয়ের অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় বাসটি এবং চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।’