হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় যুবক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার (শুক্রবার) দিকে দৌলতপুর-ভেড়ামারা সড়কের আল্লাহর দরগা নামক স্থানে ওই দুর্ঘটনায় মহসিন আলী উজ্জ্বল (৩৩) নামে ওই মোটরসাইকেল আরোহী মারা যান। পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। 

নিহত মহসিন হোসেন উজ্জ্বল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার মৃত খতিবুর রহমানের ছেলে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান দুর্ঘটনায় মহসিন আলীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চত করেছেন। 

স্থানীয়রা জানান, রাতে কারখানার ডিউটি শেষে মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে বাড়ি ফিরছিলেন মহসিন আলী উজ্জ্বল। এ সময় একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই শুক্রবার দুপুরে থানায় মামলা করেছেন এবং চালককে আটক করা হয়েছে। 

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ