হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে কালো ধান চাষ করে সাড়া ফেলেছেন দুই তরুণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশি জাতের ব্ল্যাক রাইচ বা কালো ধান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কলেজ পড়ুয়া দুই তরুণ। গতানুগতিক ধারার বাইরে বিদেশি জাতের এ ধান উচ্চ ফলনশীল হওয়ায় তরুণদের দেখাদেখি এলাকার চাষিরাও আগ্রহী হয়ে উঠছেন। তারাও বীজ সংগ্রহ করে ভবিষ্যতে এ জাতের ধান চাষ করবে বলে জানিয়েছেন।

জানা গেছে, দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া ও বালিরদিয়াড় এলাকার কলেজ পড়ুয়া দুই তরুণ আমল হোসেন ও পারভেজ আলী করোনাকালে ঘরে বসে না থেকে গবেষণা করে ভিয়েতনাম ব্ল্যাক রাইচ ও ইন্দোনেশিয়া ব্ল্যাক রাইচ জাতের ধানের বীজ সংগ্রহ করেন। এক হাজার টাকা কেজি দরে বীজ সংগ্রহ করে তারা দুই বিঘা জমিতে কালো জাতের এ ধান রোপণ করেন। মাত্র ১০০ দিনের ব্যবধানে তারা প্রতি বিঘায় ২০ মন হারে ধান সংগ্রহ করেন। এ জাতের ধান সম্প্রসারণের লক্ষ্যে এবং এলাকার কৃষকদের সুবিধার্থে মাত্র ৭০০ টাকা কেজি দরে বিক্রয় করে প্রতি বিঘা থেকে ৫ লক্ষাধিক টাকার বীজ বিক্রয় করতে পারবেন এমন আশা তাদের। এরই মধ্যে তারা বীজ বিক্রয় করে এলাকার চাষিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। 

ব্ল্যাক রাইচ চাষ করা তরুণ আমল হোসেন জানান, পরীক্ষামূলকভাবে এ জাতের ধান চাষ করে সে সফল হয়েছেন। বিঘা প্রতি ২০ মন হারে ধান পেয়েছেন। বীজ হিসেবে এলাকার কৃষকদের মাঝে বিক্রয় করছেন। 

কৃষক আমির ফরাজি বলেন, তরুণদের দেখাদেখি এলাকার অন্যান্য কৃষকরাও এ জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। 

দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, বিদেশি এ জাতের ধান এলাকায় সম্প্রসারণের লক্ষ্যে কৃষি বিভাগও তরুণদের পরামর্শ ও সহযোগিতা করছেন।   

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ