কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন করোনা পজিটিভ ও ৪ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন করোনা ডেডিকেডেট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাহুল আলম।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাঁদের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮২ জন।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৭৫ নমুনা পরীক্ষায় আরও ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩৫ জন। মারা গেছেন ৫২৩ জন।
গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে ৯০ জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৩ জন। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৬৭৫ জনের।
লকডাউন: এদিকে জেলায় ঢিলেঢালাভাবে চলছে কঠোর লকডাউন। মহাসড়কসহ শহরে ঢোকার সড়কগুলোয় পুলিশ বাঁশ দিয়ে রাস্তা সরু করে চেকপোস্ট বসালেও বাধা ছাড়াই চলাচল করছেন লোকজন।