কুষ্টিয়ায় ট্রাকের চাপায় ১২ বছর বয়সের অজ্ঞাত এক বাইসাইকেল আরোহী বালক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কুষ্টিয়ার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার এক দিন পার হলেও পুলিশ এখনো মৃত ওই ছেলেটির কোনো পরিচয় জানতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ওই বাইসাইকেল আরোহী, ত্রিমোহিনী থেকে বাইসাইকেল যোগে ভেড়ামারার দিকে যাচ্ছিল, ত্রিমোহিনী বাইপাস পার হয়ে গোবিন্দপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাইসাইকেলটি কে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ সময় মাথা থেঁতলে যাওয়ার কারণে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘ট্রাকের চাপায় ১২ বছর বয়সের বাইসাইকেল আরোহী নিহত হয়েছে, তার মুখ থেঁতলে যাওয়ায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে, তবে ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের গ্রামসহ কুষ্টিয়া শহর ও এর আশপাশের এলাকায় মাইকিং করেও ছেলেটির কোনো স্বজনকে খুঁজে পাওয়া যায়নি।’