হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুমারখালীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় মানুষের ভিড়

প্রতিনিধি, কুমারখালী (কুষ্টিয়া) 

কুষ্টিয়ার কুমারখালীতে লকডাউনের মধ্যেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। আজ সোমবার উপজেলার পান্টি, বাঁশগ্রাম, চৌরঙ্গী, যদুবয়রা, লালনবাজার, আলাউদ্দিননগর, তরুণমোড়, পৌরবাজার ও খেয়াঘাট এলাকা ঘুরে দেখা যায়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মানুষের ভিড় বাড়ছে। ইজিবাইক, সিএনজি, ভ্যান চলাচল করছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, লকডাউন বাস্তবায়নে ওয়ার্ড কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরাও কাজ করছে। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা প্রতিরোধে ও কঠোর লকডাউন বাস্তবায়নে ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। মেম্বার, পুলিশ, গ্রাম পুলিশসহ সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বয়ে উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০৮টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। 

লকডাউন অমান্য করে রাস্তায় কেন ঘুরছেন একাধিক ব্যক্তির কাছে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান, দুদিন পর আজ সোমবার বাজার খুলেছে। মানুষের ঘরে নিত্যপণ্যের সংকট। তাই সবাই প্রয়োজন মেটাতেই বাইরে এসেছে। ফলে বাজারগুলোতে ভিড় বেড়েছে।  

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ