হোম > সারা দেশ > কুষ্টিয়া

টোল দিতে রাজি নয় ছাত্রলীগ, টোলপ্লাজার কর্মীদের সঙ্গে সংঘর্ষ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে টোলকর্মীদের ওপর ছাত্রলীগের হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্য়ায় এই ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের শোকসভায় যাওয়ার পথে কুমারখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে টোলকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর মীর মশাররফ হোসেন সেতুর টোলপ্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। 

ছাত্রলীগ দাবি করেছে, টোলকর্মীরা তাদের ওপর হামলা করেছে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ আলম, কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ, ছাত্রলীগের কর্মী সম্রাট, অমিত, চয়নসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। 

আহতদের মধ্যে চারজন কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন। 

নাজমুল হোসেন বলেন, ‘আজ জেলা ছাত্রলীগের শোকসভার কর্মসূচি ছিল। প্রায় ১৫০টি মোটরসাইকেল নিয়ে আমরা সভায় যাচ্ছিলাম। সকাল ১১টার দিকে টোলপ্লাজা এলাকায় পৌঁছালে কর্মচারীরা টোল দাবি করেন। আমরা বললাম, অনুষ্ঠানে দেরি হয়েছে, আমরা ছাত্রলীগ করি, আমাদের ছেড়ে দেন। ছাত্রলীগ পরিচয় শুনে আরও বেশি চড়াও হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় তারা।’

হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন এ ছাত্রলীগ নেতা।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল বলেন, ‘জেলা ছাত্রলীগের সভা ছিল। আমি গাড়ি নিয়ে আগে টোলপ্লাজা পার হয়ে চলে যাই। পরে শুনেছি টোলের লোকজন অতর্কিতে হামলা করেছে। আমি আহতদের খোঁজখবর নিয়েছি। বিষয়টি নিয়ে সাংগঠনিক ভাবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, টোল প্লাজায় হাত উঁচিয়ে ছাত্রলীগের মোটরসাইকেল বহর থামান এক টোলকর্মী। মোটরসাইকেল থামিয়ে ওই টোলকর্মীকে কয়েকজন মিলে মারতে দেখা যায়। বেশ কিছুক্ষণ তাঁকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। এরপর তাঁরা চলে যান। এরপর টোলকর্মীদের লাঠিসোটা নিয়ে তাদের পিছু ধাওয়া করতে দেখা যায়।

অভিযোগের বিষয়ে জানতে ফোনে যোগাযোগ করা হলে মীর মশাররফ হোসেন সেতুর টোলপ্লাজার ইজারাদার পারভেজ আনোয়ার তনু বলেন, ‘কী কারণে সংঘর্ষ হয়েছে তা জানি না। সেখানে সিসিটিভি আছে। ফুটেজ দেখলে বিস্তারিত জানা যাবে। তবে আমাদের অনেক কর্মচারী আহত আছেন। এখনই কিছু বলতে চাই না।’ 

পরে সন্ধ্যায় আবার যোগাযোগ করা হলে টোলপ্লাজার ইজারাদার পারভেজ আনোয়ার তনু বলেন, ‘সিসিটিভি ফ্রুটেজ দেখিছি। কর্মীরা টোল চাওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ৬ থেকে ৭ জন আহত হয়েছেন। আদায়কৃত টাকা ছিনতাই করে নিয়ে গেছে। মামলার বিষয়টি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে টোলকর্মীদের হাতাহাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা