গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। মৃতদের ৯ জন করোনা পজিটিভ এবং ৩ জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। হাসপাতালে এখন করোনা পজিটিভ ১৮১ জন আর উপসর্গ নিয়ে ৭১ জনসহ মোট ২৫২ চিকিৎসা নিচ্ছেন।
জেলা প্রশাসনের হিসেবে, ২৪ ঘণ্টায় এক হাজার ২৫৪টি নমুনা পরীক্ষায় ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ১৪৭ জন। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৪৩২ জনের মৃত্যু হলো। এর বাইরেও প্রতিদিন করোনার উপসর্গ নিয়েও মানুষের মৃত্যু হচ্ছে।
ঈদকে সামনে নিয়ে রাজধানী ঢাকা থেকে জেলার মানুষ বাড়িতে আসতে শুরু করেছেন। শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও গরু-ছাগলের হাটে ভিড় বাড়ছে।