হোম > সারা দেশ > কুষ্টিয়া

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, দীর্ঘ যানজট

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রাজধানী পরিবহন ও অনিক সুপার ডিলাক্স নামের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর গড়াই সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। বাস দুটির সামনের অংশ ভেঙে ধুমড়েমুচড়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

অপরদিকে সংঘর্ষের ঘটনায় সড়কের উভয় দিকে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। বাস দুটিকে উদ্ধার ও যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে ও কুমারখালী থানা-পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানী পরিবহন ঢাকা থেকে কুষ্টিয়া এবং অনিক সুপার ডিলাক্স কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে শতাধিক যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের কুমারখালীর গড়াই সেতুর ওপর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বিকেল সাড়ে ৫টার দিকে সরেজমিন দেখা যায়, গড়াই সেতুর পশ্চিম দিকে লাইনীপাড়া পর্যন্ত দুই কিলোমিটার এবং পূর্বদিকে আলাউদ্দিননগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত চলাচলকারী। যানজট নিরসন ও বাস দুটি উদ্ধারে কাজ করছে হাইওয়ে ও থানা-পুলিশ। 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সেতুর ওপর দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। 

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, হতাহতের খবর নেই। তবে যানজট সৃষ্টি হয়েছে। চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। 

 

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ