হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে কোটায় শর্ত শিথিলের দাবিতে কর্তাদের কর্মবিরতি

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিতে পোষ্য কোটায় শর্ত শিথিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে তাঁদের কর্মবিরতি। পাঁচ ঘণ্টার কর্মবিরতি পর দুপুরে শিক্ষকদের গাড়ি আটকিয়ে দেওয়া হয়। পরে প্রক্টর এসে আধা ঘণ্টা পর শিক্ষকদের গাড়ি চলাচল স্বাভাবিক করেন। 

গত ২৬ জুলাই প্রথম কর্মবিরতি শুরু করেন কর্মকর্তারা। আজ চতুর্থ দিনের মতো কর্মসূচি চলে। দাবি না মানলে, সামনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তারা।

কর্মকর্তাদের দাবি, ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার ক্ষেত্রে শর্ত রাখা হয়েছে। তাহলে কোটাধারীদের কী সুবিধা দেওয়া হলো। পোষ্য কোটাধারী হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে ন্যূনতম যোগ্যতায় ভর্তি নিলে আহামরি কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন তাঁরা।

গুচ্ছের নীতিমালায় বলা হয়েছে, যেকোনো শিক্ষার্থীকে ভর্তির আবেদন করতে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই তাঁদের ভর্তির দাবি জানান তাঁরা।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, ‘পোষ্য কোটায় আমাদের ছেলে-মেয়েদের ভর্তি করাব—এটা আমাদের অধিকার। আমরা দীর্ঘদিন ধরে উপাচার্যের কাছে অনুরোধ করে আসছি। কিন্তু আমরা সমাধান পাচ্ছি না। প্রশাসনের কাছে অনেকবার স্মারকলিপি দিয়েছি। তারা বিষয়টি আমলে নিচ্ছে না।’

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ