হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী

ইবি প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। 

সৈয়দ এ কে মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপাচার্য ড. হারুন উর রশিদ আসকারী, বর্তমান উপ উপাচার্য ড. মাহবুবুর রহমান, সাবেক উপ উপাচার্য ড. শাহিনুর রহমান ও ইংরেজি বিভাগের বর্তমান সভাপতি ড. মিয়া মো. রাসিদুজ্জামান। 

বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মাহবুবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকেই বিশেষ লক্ষ্য অর্জন করতে হয়। এখানে বিভাগগুলোর প্রধান কাজ হলো স্ব স্ব কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলা। যাতে করে তাঁরা ওই লক্ষ্য অর্জনে সক্ষম হয়। অ্যালামনাইরা শুধু একটি বিভাগের সম্পদ নয়, তারা পুরো বিশ্ববিদ্যালয়ের সম্পদ, সমগ্র জাতির সম্পদ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএসসিসি’র পরিচালক ড. বাকী বিল্লাহ, প্রক্টর ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তপন কুমার জোদ্দার, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমান, জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমানসহ বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা। 

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার