হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় থানার সামনে রাখা জব্দ করা বাসে অগ্নিকাণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম আজকের পত্রিকাকে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। পার্কিং লাইট জ্বললে ব্যাটারির সঙ্গে সুইচের সংযোগ থাকে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়ির আশপাশে আগুন দেওয়ার কোনো আলামতও পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে একটি বাস দুর্ঘটনার শিকার হয়। সেই বাস চৌড়হাস হাইওয়ে থানার পুলিশ জব্দ করে থানার সামনে মহাসড়কের ওপর রাখে।

ঘটনাস্থল পরিদর্শন করা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ‘বাসে আগুন ধরেছে এটা ঠিক। নাশকতা না অন্য কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। থানার সামনে রাখা বাসে আগুন দেওয়া অসম্ভব মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত