হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় থানার সামনে রাখা জব্দ করা বাসে অগ্নিকাণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চৌড়হাস হাইওয়ে থানার সামনে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জানে আলম আজকের পত্রিকাকে জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। পার্কিং লাইট জ্বললে ব্যাটারির সঙ্গে সুইচের সংযোগ থাকে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গাড়ির আশপাশে আগুন দেওয়ার কোনো আলামতও পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে একটি বাস দুর্ঘটনার শিকার হয়। সেই বাস চৌড়হাস হাইওয়ে থানার পুলিশ জব্দ করে থানার সামনে মহাসড়কের ওপর রাখে।

ঘটনাস্থল পরিদর্শন করা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ‘বাসে আগুন ধরেছে এটা ঠিক। নাশকতা না অন্য কিছু, সেটা খতিয়ে দেখা হচ্ছে। থানার সামনে রাখা বাসে আগুন দেওয়া অসম্ভব মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার