হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ৭ নেতা-কর্মীর জামিন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সাত নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার গ্রেপ্তার নেতা-কর্মীদের আদালতে হাজির করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

জামিন পাওয়া নেতা-কর্মীরা হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন (৫৪), উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এমেছ আলী (৪৪), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম (৫০), চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ওরফে নয়ন (৪৪), চাপড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফরহাদ হোসেন (৫২), বিএনপির কর্মী মো. জিন্না আলম (৫০) ও সালমান এফ রহমান (৩৮)।

উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাথিল মাহমুদ অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ মিথ্যা ও সাজানো মামলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছিল। আদালতের বিচারক জামিন মঞ্জুর করেছেন। এমন হয়রানি মামলার তীব্র প্রতিবাদ জানাই।’

অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিরা খয়েরচারা এলাকায় গাড়ি ভাঙচুর করছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়েছে। মামলা নম্বর ৩৩। মামলায় মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করে আজ সকালে আদালতে পাঠানো হয়।’

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ