হোম > সারা দেশ > কুষ্টিয়া

বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ৭ নেতা-কর্মীর জামিন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সাত নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার গ্রেপ্তার নেতা-কর্মীদের আদালতে হাজির করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

জামিন পাওয়া নেতা-কর্মীরা হলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন (৫৪), উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এমেছ আলী (৪৪), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম (৫০), চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ওরফে নয়ন (৪৪), চাপড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফরহাদ হোসেন (৫২), বিএনপির কর্মী মো. জিন্না আলম (৫০) ও সালমান এফ রহমান (৩৮)।

উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাথিল মাহমুদ অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ মিথ্যা ও সাজানো মামলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছিল। আদালতের বিচারক জামিন মঞ্জুর করেছেন। এমন হয়রানি মামলার তীব্র প্রতিবাদ জানাই।’

অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিরা খয়েরচারা এলাকায় গাড়ি ভাঙচুর করছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা হয়েছে। মামলা নম্বর ৩৩। মামলায় মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করে আজ সকালে আদালতে পাঠানো হয়।’

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা