হোম > সারা দেশ > কুষ্টিয়া

খোকসায় নছিমন-করিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২  

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসার কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন খোকসা উপজেলার সমসপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে সাব্বির (২০) ও একই এলাকার আজম আলীর ছেলে আসলাম (২৩)। তাঁরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আসিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ৮টার দিকে খোকসার কাদিরপুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে খোকসা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

ওসি আরও বলেন, নিহত ব্যক্তিরা মোটরসাইকেল আরোহী ছিলেন। ওই ঘটনায় বাকি আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার