হোম > সারা দেশ > কুষ্টিয়া

দৌলতপুরে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ২ 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নে শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এতে নিহতরা হলেন, শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের বড় ছেলে ইরফান (৩৪) এবং মৌবাড়ীয়া গ্রামের মো. জামাল মন্ডলের ছেলে আসিক (২৪)। 

পুলিশ জানায়, শনিবার রাতে ইরফান ও আসিক সড়কে মোটরসাইকেল নিয়ে ঘুরছিলেন। রাত ৯টার দিকে খলিসাকুন্ডি ইউনিয়নে শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় গেলে একটি ট্রলির সঙ্গে তাঁদের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন। পরে তাঁদের হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় রাতেই স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।’ 

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ