হোম > সারা দেশ > কুষ্টিয়া

গড়াই নদে ডুবে ভাগনি ও খালার মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদে গোসল করতে নেমে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল পৌনে ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপিতলা এলাকা সংলগ্ন গড়াই নদে এ ঘটনা ঘটে। 

নিখোঁজ দুজন হলেন, মিম খাতুন (১৩)। সে এলাকার গাফফার মোল্লার নাতনি ও খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের দুধসারি গ্রামের মাসুদ রানার মেয়ে এবং নিখোঁজ চামেলি গাফফার মোল্লার মেয়ে ও একই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের তরিকুল রহমানের স্ত্রী। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে, আজ সোমবার দুপুর ১টার দিকে জিলাপিতলা এলাকা সংলগ্ন গড়াই নদে মিম, তাঁর খালা চামেলি, নানি রাজিয়া (৫৫) ও মামাতো বোন নীলা (১২) গোসল করতে যায়। গোসলের সময় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় মিম। এ সময় মিমকে খুঁজতে গিয়ে নানি, খালা ও মামাতো বোন নিখোঁজ হয়। স্থানীয়রা টের পেয়ে নানি ও খালাতো বোনকে উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রাখে। এরপর নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পরে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে মিমের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা এবং নিখোঁজের ৭ ঘণ্টা পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে খালা চামেলি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। 

সদকী ইউনিয়ন পরিষদের মেম্বর নজরুল ইসলাম বলেন, ‘মিম, তার খালা, বোন ও নানির সঙ্গে গোসল করতে নদে যায়। এ সময় মিম ডুবে গেলে অন্যান্যরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে নানি ও মামাতো বোনকে জীবিত উদ্ধার করা হলেও মিম ও তার খালা মারা যায়।’ 

কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন, ‘গোসল করতে গিয়ে দুজন নিখোঁজ ছিলেন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মিম ও তার খালা চামেলি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।’ 

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘গোসল করতে গিয়ে দুজন নদে ডুবে যায়। পরে নিখোঁজ দুজনের মরদেহ পাওয়া গেছে।’ 

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা