হোম > সারা দেশ > কুষ্টিয়া

পেটের ব্যথা সইতে না পেরে আত্মহত্যা

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

পেটের ব্যথা সইতে না পেরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ছাহেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ় আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার ভোর ৬ টায় মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত ছাহেরা খাতুন আদর্শপাড়ার সায়েদ মালিথার মেয়ে ও বীজনগর গ্রামের ফিরোজের স্ত্রী।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মুন্সি মাফিজুর রহমান  জানান, নিজ ঘরেই ওড়না পেঁচিয়ে ছাহেরা খাতুন আত্মহত্যা করেছে বলে তাঁর বাড়ির লোকজন ও স্থানীয়দের কাছে জানতে পেরেছি। সে দীর্ঘদিন শারীরিক যন্ত্রণা নিয়ে  অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসায় তিনি সুস্থ না হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি। 

পরিবার ও স্থানীয়রা জানায়, ভোরে এ ঘটনার পর তাঁকে উদ্ধার করে  মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ থেকে শরীরে যন্ত্রণা ভোগ করছিলেন বলে তাঁরা জানায়।
 
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, সে অসুস্থ ছিল মৃত্যুর আগে তার পেটে যন্ত্রণায় ভুগছিল। ধারণা করছি যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে পারে। তাঁর বাড়িতেও প্রচুর ওষুধ ও চিকিৎসকের প্রেসক্রিপশন দেখতে পেয়েছি।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ