কুষ্টিয়ার দৌলতপুরে দুটি গুলি ও বিদেশি পিস্তলসহ মনোজ মোল্লা নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তারাগুনিয়া পল্লী বিদ্যুৎপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মনোজ মোল্লা (৩৪) দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের মৃত নিপুন মোল্লার ছেলে। তাঁর নামে দৌলতপুর থানায় মাদক, বিস্ফোরক, নাশকতাসহ মোট ১২টি মামলা আছে।
আজ বুধবার কুষ্টিয়া জেলা পুলিশের (দৌলতপুর-ভেড়ামারা সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার উপপরিদর্শক সেলিম রেজা ও সাব্বির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তারাগুনিয়া পল্লী বিদ্যুৎপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় মনোজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে এলাকাবাসীর উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে কোমর থেকে দুটি গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।