হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া তিন দিনের নবজাতকটি উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার রাতে বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম এলাকার মোল্লাপাড়ার একটি বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

গত বুধবার দুপুরে বোরকা পরা এক নারী সাফিয়া-দিপু দম্পতির নবজাতক আরিয়ান ইসলামকে তার নানির কোল থেকে নিয়ে কৌশলে পালিয়ে যান। এর পর থেকেই উদ্ধারে নামেন র‍্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য সদস্যরা। 

পরে নবজাতককে নিয়ে কোন দিকে গেল ওই নারী, তা খুঁজতে র‍্যাবের একটি আভিযানিক দল চার দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকার সব ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ঘাটতে থাকে। পরে সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে হাসপাতাল থেকে ২৫ কিলোমিটার দূরে মোল্লাপাড়ার আশরাফুলের বাড়ি থেকে গতকাল রাতে নবজাতকটিকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করে। এ সময় নবজাতক চুরি ও হেফাজতে রাখার দায়ে কাতারপ্রবাসী হানিফের স্ত্রী পলিয়ারা এবং পলিয়ারার মা মাহাফুজাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আজ সোমবার সকালে র‍্যাব-১২ কুষ্টিয়ার কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে র‍্যাব-১২-এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম। 

এ সময় তিনি আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র বাচ্চাটিকে অপহরণ করে। এখানে বিদেশি চক্র ও আর্থিক লেনদের সম্পর্ক আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ