হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে পাশাপাশি ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি, আহত ৭

ইবি প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত সাতজন শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর থেকে অন্তত চার দফায় বিশ্ববিদ্যালয়ে মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাঠে ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ সময় ওই মাঠের পাশে একদল শিক্ষার্থী ক্রিকেট খেলছিলেন। একপর্যায়ে ফুটবলটি ক্রিকেট খেলার স্থানে চলে যায়। পরবর্তী সময়ে ক্রিকেটের বলটিও ফুটবল খেলার স্থানে গেলে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারির সূত্রপাত হয়। 

এ সময় এলোপাতাড়ি লাঠির আঘাতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। 

আহতরা হলেন-মার্কেটিং বিভাগের তুর্য খান, সাফি, সিয়াম, ইসলামের ইতিহাস বিভাগের জিয়ন সরকার, কবির হোসাইন, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের বিজন রয়, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের জাকির হোসেন। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে পুলিশ পাঠিয়েছি। আবাসিক হলগুলোর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, ‘মারামারি ঘটনার পর প্রক্টরের ফোন পেয়ে মেডিকেলে গিয়েছিলাম। কিছু শিক্ষার্থী আহত হয়েছে। আবাসিক হল এলাকাজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার