হোম > সারা দেশ > কুষ্টিয়া

ইবিতে কোটাবিরোধী আন্দোলন: বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তৃতীয় দিনের আন্দোলনে বৃষ্টি উপেক্ষা করে আধঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। আজ শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

অবরোধের আগে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমবেত হন। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এসে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার হয়ে আবারও প্রধান ফটকে আসে। 

বৃষ্টির মধ্যে মহাসড়কে আন্দোলনকারীরা আধা ঘণ্টা অবস্থান নেন। পরে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। সেখান থেকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আজকের মতো আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থী মোখলেসুর রহমান সুইট বলেন, ‘আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। সারা দেশের শিক্ষার্থীরা এই যৌক্তিক আন্দোলনের সমর্থন জানায়। আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে কবর দিতে, সেখানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বৈষম্য আমরা মানতে চাই না। কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ