হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় গ্রাম্য সালিসে যুবককে বেত্রাঘাত

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)

কুষ্টিয়ায় গ্রাম্য সালিসে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবককে বেদম প্রহারের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ঝুটিয়া ডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনাটি গতকাল রোববারের হলেও আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

ভিডিওটি দেখে যুবককে মারধরকারী ইউপি সদস্য নওয়াব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি সাইফুল ইসলাম ঝুটিয়া ডাঙ্গা গ্রামের এক গৃহবধূর ঘরে রোববার দিবাগত রাতে প্রবেশ করে। এরপর গ্রামের লোকজন তাকে দেখে ফেলার পর তাকে আটকে রাখে। রোববার সকালে গ্রাম্য সালিস বসায়। সেখানে সাইফুল কে ৩০টি বেত্রাঘাত করা হয়। এ ঘটনা আজ সোমবার সকালে ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারি।

মিরপুর থানা-পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নিয়েছে। আটকরা হলেন-উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, স্থানীয় ইউপি সদস্য নওয়াব আলী, আওয়ামী লীগ নেতা সিদ্দিক আলী।

ঘটনার পর থেকে সাইফুল ইসলামকে প্রকাশ্যে দেখা যায়নি। তাঁকে পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। সাইফুল অভিযোগ দিলে এ সালিসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওতে দেখা যায় বেদম প্রহারে একপর্যায়ে সাইফুল মাটিতে লুটিয়ে পড়ে। পরে সাইফুলকে জুতার মালা গলায় পড়িয়ে পুরো গ্রামে ঘোরানো হয়।

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা