হোম > সারা দেশ > কুষ্টিয়া

ছিনতাইয়ের অভিযোগ ইবি ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

ইবি প্রতিনিধি

ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারী নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযুক্ত শিমুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। 

গতকাল রোববার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের সুপারভাইজার নাজমুল হক। 

ভুক্তভোগীর অভিযোগপত্রে বলা হয়, ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়ে গতকাল  রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিমুল খানের নেতৃত্বে ৮-১০ জন লাঠি নিয়ে গাড়ির সামনে এসে গাড়ির গতিরোধ করেন। ড্রাইভার গাড়ি থামানো মাত্র লাঠি দিয়ে গাড়ির সামনের গ্লাস ভেঙে ফেলেন। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার টাকা। 

পরে তাঁরা গাড়িতে উঠে সুপারভাইজার, ড্রাইভার ও হেলপারকে এলোপাতাড়ি মারধর করেন। সঙ্গে থাকা গাড়ি ভাড়ার নগদ ৩১ হাজার ৮৪০ টাকা শিমুল খান জোরপূর্বক ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের কর্মী শিমুল খানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কালকের ঘটনাস্থলেই আমি ছিলাম না। ছিনতাইয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ 

ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘শিমুল খান ছাত্রলীগের কর্মী। তবে এটা ম্যানেজমেন্ট বিভাগের ঝামেলা। ছাত্রলীগের কোনো ঘটনা নয়। যেহেতু প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছে, সেই ক্ষেত্রে প্রশাসন যেটা ভালো মনে করে সেটাই করবে।’

এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘হোয়াটসঅ্যাপে অভিযোগটা পাঠিয়েছে। ওটা আমি দেখেছি। কিন্তু অভিযোগটা অফিশিয়াল আসতে হবে। আজকে তো অফিস বন্ধ। আগামীকাল যদি অফিশিয়াল আসে। তাহলে আমরা করণীয় নির্ধারণ করব।’

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার ৪টি আসন: ভোটার টানতে মরিয়া দুই দল

কুষ্টিয়ায় যুবককে গুলির পর কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

ঋণের টাকা শোধ না করায় গুলি করে হত্যা করা হয় রফিককে, গ্রেপ্তার ১

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

কুষ্টিয়ায় হেলমেটধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ২

শিক্ষকেরা আন্দোলনে, শিক্ষার্থীদের পরীক্ষা নিলেন অভিভাবকেরা