হোম > সারা দেশ > কুষ্টিয়া

মধ্যরাতে ইবিতে ‘ককটেল’ বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক হল এলাকায় মধ্যরাতে ‘ককটেল’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আবাসিক হলের পাশে অন্তত ছয়টি ককটেল বিস্ফোরণের শব্দ হয়েছে বলে জানা যায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করছেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। 

এদিকে এ ঘটনায় বুধবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। অনুষদ ভবন এলাকা থেকে বিক্ষোভ শুরু হয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব প্রদক্ষিণ করে ছাত্রলীগ টেন্ডে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে ঘটনায় জড়িত ব্যক্তিদের তদন্তপূর্বক বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করা হয়েছে। পরে ছাত্রলীগের নেতারা উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সঙ্গে দেখা করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উপাচার্য তাঁদের আশ্বস্ত করেন। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও লালন শাহ হলের দক্ষিণ ব্লকের পাশে থেমে থেমে ৬টি ককটেল বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ঘটনায় আবাসিক হলের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিক হল এলাকায় ছাত্রলীগের কর্মীরা লাঠি, রড, স্ট্যাম্প ও হকিস্টিক নিয়ে মহড়া দেন।

ঘণ্টাব্যাপী উত্তেজনা হওয়ার পরে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় সবাইকে নিজ নিজ হলে ফিরে যেতে বলেন। এ ঘটনায় কল দিয়েও প্রক্টরকে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘আমার রুমের পাশে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টি করতে পরিকল্পিত ঘটনা। অন্যদিকে সভাপতির ব্লকের পাশেও একই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাতে প্রক্টরিয়াল বডিকে পাওয়া যায়নি। সামনে জাতীয় নির্বাচন উপলক্ষে স্বাধীনতাবিরোধী অপশক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাচ্ছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঘটনা জানার পরপরই সহকারী প্রক্টররা ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে। ঘটনা কে বা কারা ঘটিয়েছে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে। তদন্তে ক্লু পেলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা