হোম > সারা দেশ > কুষ্টিয়া

ছাত্রলীগ নেতা আনিসুরের দাফন সম্পন্ন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

নিজের গায়ে আগুন দিয়ে মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে ব্যবসায়ীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে পান্টি গ্রামে আনা হয়। পরে ১১টা ২৫ মিনিটে পান্টি জামে মসজিদে তাঁর জানাজা শেষে রাত ১২টায় পান্টি কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। 
জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। 

জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান বলেন, ‘আনিসের মৃত্যুটা স্বাভাবিক নয়। তাঁকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাঁর দুঃসময়ে পাশে থাকা দরকার ছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

দাফন শেষে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, ‘অনেক রাত হলেও গাজী আনিসুরের জানাজায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। তাঁর মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাঁর মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। এটি জানাজায় উপস্থিত সবার চাওয়া ও দাবি।’ 

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার মইন আক্তার বলেন, শুধু ব্যবসায়িক হতাশা নয়, গাজী আনিসুরের দলীয় হতাশাও ছিল। যেহেতু ৩১ মে ফেসবুকে তাঁর সমস্যা জানিয়েছিল। সেহেতু অবশ্যই দলীয় নেতা-কর্মীদের বিষয়টি দেখা উচিত ছিল। 

জানাজায় পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও মৃতের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার

কুষ্টিয়ায় শেষ হলো তিন দিনব্যাপী সাইনোটাইপ কর্মশালা

দৌলতপুরে মাদ্রাসাছাত্রী ধর্ষণের অভিযোগে ভ্যানচালক কারাগারে

কুষ্টিয়ায় প্রাইভেট কার থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া সীমান্তে বিজিবির বিশেষ নিরাপত্তা বলয়: জিরো লাইনে চলাচলে নিষেধাজ্ঞা