হোম > সারা দেশ > কুষ্টিয়া

ছাত্রলীগ নেতা আনিসুরের দাফন সম্পন্ন

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

নিজের গায়ে আগুন দিয়ে মারা যাওয়া সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল রাত ১১টা ১৫ মিনিটে ব্যবসায়ীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে পান্টি গ্রামে আনা হয়। পরে ১১টা ২৫ মিনিটে পান্টি জামে মসজিদে তাঁর জানাজা শেষে রাত ১২টায় পান্টি কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে। 
জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। 

জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান বলেন, ‘আনিসের মৃত্যুটা স্বাভাবিক নয়। তাঁকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের তাঁর দুঃসময়ে পাশে থাকা দরকার ছিল। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

দাফন শেষে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদ হোসেন জাফর বলেন, ‘অনেক রাত হলেও গাজী আনিসুরের জানাজায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। তাঁর মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তাঁর মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। এটি জানাজায় উপস্থিত সবার চাওয়া ও দাবি।’ 

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার মইন আক্তার বলেন, শুধু ব্যবসায়িক হতাশা নয়, গাজী আনিসুরের দলীয় হতাশাও ছিল। যেহেতু ৩১ মে ফেসবুকে তাঁর সমস্যা জানিয়েছিল। সেহেতু অবশ্যই দলীয় নেতা-কর্মীদের বিষয়টি দেখা উচিত ছিল। 

জানাজায় পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও মৃতের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ