কুমারখালী (কুষ্টিয়া): লকডাউন কার্যকরে কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল কোর্ট বসিয়ে ছয় জনকে জরিমানা করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাটিকামারা, তরুণমোড়, আলাউদ্দিননগর ও চড়াইকোল বাসস্ট্যান্ড এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তামান্না তাসনীম। সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মাঠে আছে। নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।