হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় জাসদ কার্যালয়ে জুয়ার আসর, ১১ জন আটক

কুষ্টিয়া প্রতিনিধি

দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসিয়ে নিয়মিত জুয়া আসর বসানোর অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতের এই অভিযানে ১১ জনকে আটক করা হয়।

উপজেলার যদুবয়রা ইউনিয়নের দহখোলা গ্রামের আজমমোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউনিয়ন জাসদের সভাপতি কাজী আমিনুল বশির পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন তৌফিকুল ইসলাম (৪৭), আমিরুল বিশ্বাস (৫২), আব্দুল মজিদ (৪৫), হেলাল মণ্ডল (৩০), শফিকুল ইসলাম (৪৫), নেকবার আলী (৪৫), মতিয়ার রহমান (৫০), মিলন খান (৫০), কাজী গোলাম সরোয়ার (৫০), সামছুল আলম বিষু (৪৫) ও আবুল কালাম আজাদ (৩৫)। আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জাসদ নেতা কাজী আমিনুল বশির নিয়মিত তাঁর দলীয় কার্যালয়ে জুয়ার আসর বসান। এখান থেকে তিনি নিয়মিত টাকা তোলেন। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৮৬ সেট তাস, ৪ হাজার ৭২০ টাকাসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় পালিয়ে যান ওই জাসদ নেতা। পরে তাঁদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের জুয়া নিরোধ আইনের ৪ ধারায় মামলা করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল বলেন, জুয়ার মামলায় আটক ১১ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। একই মামলায় পলাতক আসামি ও জুয়ার আসরের মূল হোতা কাজী আমিনুল বশিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ