হোম > সারা দেশ > কুষ্টিয়া

অনুষ্ঠানের আয়োজন নিয়ে ইবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ

ইবি প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিনজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।

ক্যাম্পাস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ‘অবতরণিকা উৎসব’ চলছিল। এ সময় ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাসিন ইসলাম রাহিন, রাব্বি ফকির ও ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মোবারক হোসেন আশিকের নেতৃত্বে ব্যবস্থাপনা, মার্কেটিং, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের অর্ধশত শিক্ষার্থী একত্র হয়ে অনুষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা চালান। অনুষ্ঠানের আয়োজন নিয়ে এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘অনুষ্ঠান চলাকালে হুট করে আমাদের ওপর পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা বাঁশ ও লাঠি দ্বারা আমাদের মারধর করে পালিয়ে। এ হামলা পূর্বপরিকল্পিত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ডা. এস এম শাহেদ হাসান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন আপাতত পর্যবেক্ষণে রেখেছি। লাঠি দিয়ে মারার ফলে কয়েকজন ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে। আপাতত ওদের বাসায় পাঠিয়ে দিয়েছি। পরবর্তী সময় গুরুতর কিছু দেখলে আমি সদরে হাসপাতালে স্থানান্তর করে দেব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুর্শিদ আলম বলেন, ‘মারামারির ঘটনা শুনেই আমি দ্রুত হাসপাতালে এসেছি। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ অনুসারে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা

কুষ্টিয়ার দৌলতপুর: গ্রাম আদালতে অতিরিক্ত ফি

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে নথিপত্র

দৌলতপুরে গ্রাম আদালতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

কুষ্টিয়ায় প্রথম আলো অফিসে হামলা ও ভাঙচুর

কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

রসুনের খেতে মুরগি যাওয়ায় মারামারি, বল্লমের আঘাতে যুবক খুন

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানচাপায় ২ পুলিশ কর্মকর্তা নিহত

মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির হামজা

সুদানে শান্তিরক্ষী মিশনে হামলায় আহত লে. কর্নেল খালেকুজ্জামান, উদ্বেগে পরিবার