হোম > সারা দেশ > কুষ্টিয়া

বালুচাপা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার যুবকের ৫ দিনের রিমান্ড 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে বালুচাপা অবস্থায় নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাগরকে (২৫) জিজ্ঞেসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

গতকাল মঙ্গলবার বিকালের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর মণ্ডলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ওই যুবকের নাম মারুফ হোসেন (৩৩) তিনি দৌলতপুর উপজেলার চককৃঞ্চপুর গ্রামের হাজি আসালত হোসেনের ছেলে। তিনি ২২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, নিখোঁজের পর গত ২৮ এপ্রিল এ বিষয়ে নিহতের স্ত্রী মিরা খাতুন দৌলতপুর থানায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মামলার আসামি সাগরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গ্রেপ্তার সাগর উপজেলার দৌলতখালী গোডাউন বাজার এলাকার আজমত সর্দারের ছেলে। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী জানান, আসামি আদালতে পাঠানোর পর পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফজলে এলাহী খান আজ সকালে পাঁচ দিনের রিমান্ড মনজুর করেন। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বালু চাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কুষ্টিয়ায় এক ঘণ্টা আগে থেকে শিক্ষক নিয়োগ পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা জারি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালকের সহযোগী নিহত

দৌলতপুরে তাজা আর্টিলারি শেল উদ্ধার

দৌলতপুরে বাঁশবাগানে পড়ে ছিল কলেজছাত্রের লাশ

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষক-সংকট

আবারও সেই ১৪ ভারতীয়কে পুশ ইনের চেষ্টা, দৌলতপুর সীমান্তে সতর্ক বিজিবি

কুষ্টিয়ার ৬ উপজেলা: ২১৩ ভাটার ১৯৬টিই অবৈধ

কুষ্টিয়ায় পিকআপচাপায় দুই কিশোর নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা: ব্যর্থ হয়ে ১৪ জনকে ফেরত নিল বিএসএফ

দৌলতপুরে সূর্যের দেখা নেই, বাড়ছে শীতের তীব্রতা