হোম > সারা দেশ > খুলনা

বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি নেই, বেলা বাড়লে আসতে পারে  

সাইফুল মাসুম ও সৌগত বসু, ঢাকা 

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের উপস্থিত অনেক কম। ভোটারদের জন্য যে লাইনগুলো করা হয়েছে তাও ফাঁকা। দুই-একজন ভোটার যাঁরা কেন্দ্রে আসছেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিয়ে চলে যাচ্ছেন। 

আজ সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

খুলনা সিটির ২৯ নম্বর ওয়ার্ডের সরকারি পাইওনিয়ার মহিলা কলেজে সকালবেলা ভোট দিতে এসেছেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সাহেব আলী। তিনি জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। তবে ভোটারের উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তিনি বলছেন খুলনার মানুষ গরম ভাত খেয়ে ভোট দিতে আসবে। 

একই কেন্দ্রে ভোট দিতে এসে নাম প্রকাশ না করা শর্তে এক ভোটার বলেন, ‘২০১৮ সালে ভোট দিতে পারিনি। কেন্দ্রে এসে শুনেছি ভোট হয়ে গেছে। এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে ডেকে আনছে। কারণ মানুষের মধ্যে উৎসাহ কম।’ 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে মনে করেন পাইওনিয়ার মহিলা কলেজ ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুর রহমান। তিনি বলেন, ‘কেন্দ্রে ভোটার ১ হাজার ৪৪৫ জন। আপনারা দেখেছেন উপস্থিতি অনেক কম। আশা করি বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়বে।’ 

ভোটার উপস্থিতি কমের বিষয়ে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘সকালে তো আসবে না। মানুষের কাজ-কাম আছে। চারটা পর্যন্ত সময় আছে মানুষ আস্তে ধীরে আসবে। সকালবেলা এসে ভোট দিতে হবে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক কথা।’ 

নির্বাচন কমিশন সূত্র বলছে, কেসিসি নির্বাচনে এবার ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার