হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে বেশি দামে তরমুজ ও মুরগি বিক্রি করায় ২ ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে বেশি দামে তরমুজ ও মুরগি বিক্রি করায় দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ বিকেলে জীবননগর বাসস্ট্যান্ডের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। এ সময় কামরুলের তরমুজের দোকানে অতিরিক্ত দামে তরমুজ বিক্রির প্রমাণ পান। পরে তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হাজার টাকা জরিমানা করেন। আর তাঁকে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি না করতে নির্দেশনা দেন। 

এদিকে আলামিনের মুরগির দোকানে অতিরিক্ত দামে মুরগির বিক্রির প্রমাণ পান নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাঁকে একই আইনে এক হাজার টাকা জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, ‘অতিরিক্ত দামে তরমুজ ও মুরগি বিক্রি করায় আজ দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় বাজারের অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সবাইকে ক্রয়-বিক্রির ভাউচার সঙ্গে রাখতে বলা হয়েছে। আর মূল্যতালিকা দৃশ্যমান জায়গায় টাঙানোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক