হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে মাদকসহ গ্রেপ্তার হওয়া কয়েকজন। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে ২২ কেজি গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের গৃহবধূ তিলক জান (৪৫) ও একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোর নগর গ্রামের গৃহবধূ কোহিনুর খাতুন (৫০) এবং গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা (৪৮) ও জয়নাল আবেদীন (৪৬)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, সেনাবাহিনীর ২৭ আর্টিলারি ফিল্ড রেজিমেন্ট মেহেরপুর ইউনিটের সদস্যরাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সকাল ৭টার দিকে জোড়পুকুরিয়া এলাকায় অভিযান চালায় ৮ কেজি গাঁজাসহ তিলক জান, কোহিনুর খাতুন ও ভ্যানচালক ইন্তাজুল ইসলাম ইন্তাকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, মাদক কেনাবেচার ৭ হাজার টাকা ও মাদক পরিবহনের একটি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়।

অপরদিকে আজ সকাল ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা মোট ১৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল ও ২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ার পর গাংনী থানায় আটক ব্যক্তিদের হস্তান্তর করা হয়েছে। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশগ্রহণ করে।

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১