হোম > সারা দেশ > যশোর

রাস্তা করার ইট ব্যবহার করা হলো অন্য স্থানে 

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে অনুমোদন পাওয়া রাস্তায় ইট ফেলার পর সেই ইট অন্য স্থানে ব্যবহার করার অভিযোগ উঠেছে। আজ সোমবার উপজেলা প্রকৌশলীর কাছে সাতবাড়িয়া গ্রামের এলেম সরদার নামে এক ব্যক্তি এ অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের হাসপাতাল রোডে রহমতুল্যা সরদারের বাড়ি থেকে বাওড় মর্শিনা পর্যন্ত ১৮০ ফুট রাস্তায় ইটের সলিং করার অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের ভিত্তিতে সেখানে ইটও ফেলা হয়। কিন্তু ঠিকাদার ওই ইট গত ৪ এপ্রিল স্থানীয় বিধান ঘোষের বাড়ির ব্যক্তিগত কাজ করার জন্য অপসারণ করে নিয়ে যায়। 

এ বিষয়ে বিধান ঘোষ নামে এক ব্যক্তি বলেন, ‘আমার বাড়ির পাশের রাস্তাটি ইটের সলিং করার জন্য আবেদন করলে জনগণের স্বার্থে এডিপির অর্থায়নে করে দেওয়া হয়েছে। ব্যক্তিগত কাজে ইট ব্যবহার করা হয়নি।’

উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা বলেন, রহমতুল্যা সরদারের বাড়ি থেকে বাওড় মর্শিনা পর্যন্ত রাস্তাটি করার জন্য অনুমোদন পেতে ঢাকায় চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন এখনো দেওয়া হয়নি। কিন্তু অনুমোদন পাওয়ার আগেই ভুলক্রমে ঠিকাদার ওই স্থানে ইট ফেলেছিল। পরে ইট অপসারণ করে অন্য স্থানে নেওয়া হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা