জাতীয় সংসদের উপ নির্বাচনে মানুষ সরকারকে লাল কার্ড দেখিয়েছে দাবি করে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ‘একজন ইউটিউবার হিরো আলমকে পরাজিত করতেও এই সরকারকে কারচুপির আশ্রয় নিতে হয়েছে।’
আগামী সংসদ নির্বাচন নিয়ে সরকারের কারসাজি শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘বিক্ষুব্ধ নেতাদের যেনতেন মার্কা ধরিয়ে নিজ দলের প্রার্থীদের সরিয়ে দিয়ে প্রহসনের সংসদ গঠন করবে তারা।’
আজ বৃহস্পতিবার খুলনায় বিএনপির এক ব্রিফিংয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে আগামী ৪ ফেব্রুয়ারি খুলনার বিভাগীয় সমাবেশ সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করা হয়।
আজিজুল বারী হেলাল বলেন, ‘বিএনপি এ ধরনের কোনো নির্বাচনকে মানে না। জনগণও চায় তাদের ভোটাধিকার ফিরে পেতে। এ জন্য আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। সরকারের ফ্যাসিবাদী শাসনের অবসান ও জনগণের অধিকার ফিরে না আসা পর্যন্ত বিএনপি রাজপথের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলবে।’
তিনি আরও বলেন, ‘সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ হবে।’
ব্রিফিংয়ে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। তিনি বলেন, ‘আজ সকালে পুলিশ নগরীর হাজী মহসিন রোড থেকে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আসলামকে গ্রেপ্তার করেছে। নাশকতার যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, সে ঘটনার সময় তিনি অন্য একটি মামলায় কারাগারে ছিলেন।’
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপি খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মো. মুজিবর রহমান, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারিকুল ইসলাম জহির, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. গাজী আব্দুল হক।