হোম > সারা দেশ > খুলনা

ইবিতে শারীরিক শিক্ষা বিভাগের শ্রেণিকক্ষের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি 

বরাদ্দকৃত শ্রেণিকক্ষ ব্যবহারের দাবিতে শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, অনুষদ ভবনের ৩০১, ৩০২, ৩৩৭, ৩৩৭ (ক) ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪২, ৩৪৩, ৩৪৪ কক্ষসমূহ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছে।

আর উল্লিখিত কক্ষসমূহ ছাড়াও ফোকলোর স্টাডিজ বিভাগের পূর্বে ব্যবহৃত কক্ষসমূহ এই বিভাগের অধীনস্থ হবে। কিন্তু শ্রেণিকক্ষ বরাদ্দের বিজ্ঞপ্তির পর তিন মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও শিক্ষার্থীদের এখনো তা বুঝিয়ে দেওয়া হয়নি।

এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর ড. এ এস এম সরফারায নাওয়াজ বলেন, ‘সব বিষয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য সময় প্রয়োজন। বিষয়টি চার-পাঁচ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।’

গতকাল শনিবারও ইবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের বরাদ্দকৃত কক্ষ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু