যশোরের মনিরামপুরে পুকুরের পানিতে ডুবে জাবের হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার টুনিয়াঘরা গ্রামে ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের সাহাবুর খানের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মারা যাওয়া শিশুর চাচাতো ভাই এনামুল হক বলেন, সকালে জাবের বাড়িতে খেলছিল। একপর্যায়ে মা সোহাগী খাতুন ছেলেকে খুঁজতে থাকেন। পরে বাড়ির অদূরে প্রতিবেশী আব্দুল আজিজ খানের পুকুরে ছেলেকে ভাসতে দেখে তিনি চিৎকার করেন। এনামুল হক বলেন, দ্রুত জাবেরকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, ‘বেলা ১০টা ১০ মিনিটে স্বজনেরা শিশুটিকে হাসপাতালে এনেছিলেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।