হোম > সারা দেশ > খুলনা

‘ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচন করবো, প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রার্থিতা আনব’

খুলনা প্রতিনিধি

খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আমিই প্রথম তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়ে বিজয়ী হয়েছি। বিজয়ী হয়ে খুবই ভালো লাগছে। আমি আমাদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব। আর সবসময়ই গরীব-দুঃখী ও বঞ্চিত লোকদের পাশে থাকব। ভবিষ্যতে আমি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি প্রার্থীতা নিয়ে আসবো। তিনি আমাকে প্রার্থী করবেন সেই আশা রয়েছে।  এমনটাই বলছিলেন খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে নারী সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হিজড়া সম্প্রদায়ের শাহিদা বিবি (৪৩)। 

বৃহস্পতিবার  দ্বিতীয় ধাপে নির্বাচনে  তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাইক প্রতীক নিয়ে বিজয়ী হন। 

তিনি চারজন মহিলা প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাইক প্রতীকে নিয়ে ২ হাজার ৭৪০ ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি লাইলা বেগম পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট। 

ডুমুরিয়ার ৬ নং বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা শাহিদা বিবি বলেন, মানুষের ভালোবাসা আমাকে প্রার্থী হতে অনুপ্রাণিত করেছে। আগে থেকেই মানুষের জন্য কাজ করতাম। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সেইভাবে কাজ করেনি। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। জনগনের পাশে দাড়ানোর জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষের অফুরন্ত ভালোবাসায় বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি। এখন জনগনের জন্য কিছু করতে চাই। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। 

শাহিদা বলেন, সমাজে আমরা অবহেলিত হওয়া সত্ত্বেও জনগণ আমাকে নির্বাচিত করে সমাজে একটি স্থান দিয়েছে। তাই এলাকার সকল ভোটারদের কাছে আমি ঋণী। একই সাথে ভোটের দিন বিভিন্ন এলাকা থেকে ৭-৮ জন হিজড়া এসে আমার জন্য অনেক কষ্ট করেছে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সকলের সহযোগিতায় জনগনের পাশে থেকে কাজ করে যাবো।

তৃতীয় লিঙ্গের ভোটার মুক্তা মনি বলেন, শাহিদা বিবি নির্বাচিত হওয়ায় আনন্দ লাগছে। তাঁর বিজয়ে আমরা খুশি। এর আগে সাতক্ষীরায় আমাদের একজন ইউপি সদস্য নির্বাচিত হয়। আর খুলনায় প্রথম শাহিদা বিবি ইউপি সদস্য নির্বাচিত হলেন। এটা আমাদের জন্য গর্বের।

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও