হোম > সারা দেশ > খুলনা

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর স্থলবন্দর পরিদর্শন, ২ দিন আমদানি–রপ্তানি বন্ধ

বেনাপোল (যশোর), প্রতিনিধি

ফাইল ছবি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন উপলক্ষে দুই দিন (শনি ও রোববার) বেনাপোল বন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে পুনরায় শুরু হবে এ কার্যক্রম।

আজ বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবীর তরফদার এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষকে পেট্রাপোল বন্দরের ব্যবস্থাপক কমলেশ সাইনি স্বাক্ষরিত এক চিঠিতে এই কথা জানানো হয়েছে বলে জানা গেছে।

বেনাপোল বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনাল উদ্বোধন করতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। তাঁর নিরাপত্তা নিশ্চিতে দুই দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন বন্দর বন্ধের কবলে পড়ছে।’

বন্দরের ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসান আজকের পত্রিকাকে বলেন, ‘শনি ও রোববার বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এবং ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।’

বন্দরের পরিচালক মামুন কবীর তরফদার বলেন, ‘ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করবেন। এ জন্য ২৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।’

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে