হোম > সারা দেশ > যশোর

আদালতের রায় উপেক্ষা করে ইউপি সদস্যের শপথ গ্রহণ 

নির্বাচনের তিন মাস পর ইউপি সদস্য (মেম্বর) হিসেবে শপথ নিয়েছেন যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত মেহেদী হাসান। আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান নিজ কার্যালয়ে তাঁকে শপথ পাঠ করান। এদিকে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মেহেদী হাসানের শপথ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচনে পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন। 

দেলোয়ার হোসেন বলেন, ভোটের ফলাফল প্রকাশে কারচুপি হয়েছে। আমি ভোট পুনঃগণনার আদেশ চেয়ে উচ্চ আদালতে রিট করেছি। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। এ ছাড়া যশোর আদালতে নির্বাচন ট্রাইব্যুনালে আমি মামলা করেছি। ইতিমধ্যে একবার আমরা হাজিরা দিয়েছি। আগামী ২২ মার্চ মামলার পরবর্তী তারিখ রয়েছে। 

দেলোয়ার হোসেন বলেন, উচ্চ আদালতের নির্দেশ এখনো কার্যকর করা হয়নি। এর মধ্যে মেহেদী হাসানের শপথ হয়েছে। আমি আইনি লড়ায় চালিয়ে যাব। 

এদিকে শপথপাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান, রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব কৃষ্ণ গোপাল মুখার্জি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া শপথের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী মেহেদী হাসানকে শুভেচ্ছা জানান। 

এর আগে গত রোববার শপথের জন্য মেহেদী হাসানকে চিঠি দেন ইউএনও। গত বৃহস্পতিবার ডাকযোগে নির্বাচন কমিশনের চিঠি পেয়ে শপথ পড়ানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ। 

এদিকে শপথ নেওয়ার পর মেহেদী হাসান বলেন, নির্বাচনে সঠিকভাবে আমার জয় হয়েছে। মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। শপথ নিতে পেরে আমি খুশি। 

চতুর্থ ধাপে গত ২৮ নভেম্বর রোহিতা ৪ নম্বর ওয়ার্ড থেকে টিউবওয়েল প্রতীকে ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন মেহেদী হাসান। তখন কারচুপির অভিযোগ এনে ১ ডিসেম্বর ভোট পুনঃগণনার আবেদন করেন ৩ ভোটে হেরে যাওয়া টর্চ লাইট প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন। তাঁর আবেদন আমলে নিয়ে ১৩ ডিসেম্বর রুল জারি করেন আদালত। রুলের আদেশ পাওয়ার পর ১৫ কার্যদিবসের মধ্যে ব্যবস্থাগ্রহণ ও নির্বাচন পরবর্তী সব কার্যক্রম বন্ধ রাখতে নির্বাচন কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকারসহ ৪ জনকে আদেশ দেন আদালত। সেই আদেশ অমান্য করে ২২ ডিসেম্বর মেহেদী হাসানের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 
 
উচ্চ আদালতের আদেশ অমান্য করায় ৪ জানুয়ারি রিট আবেদনকারী দেলোয়ার হোসেনের পক্ষে তাঁর আইনজীবী ফয়জুর রহমান আদালতের রায় কার্যকর করতে নির্বাচন কমিশনের সচিব হুমায়ূন কবীর খোন্দকার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও ইউএনও জাকির হাসানকে আইনি নোটিশ দেন। এরপর ৯ জানুয়ারি মনিরামপুরে নির্বাচিতদের শপথ হলেও মেহেদী হাসানকে শপথ অনুষ্ঠানে ডাকেননি ইউএনও। অবশেষে আজ সোমবার মেহেদী হাসানের শপথ সম্পন্ন হয়েছে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, মেহেদী হাসানের শপথ গ্রহণে কোন বাধা নেই মর্মে আমাদের চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার ডাকযোগে চিঠি পেয়েছি। 

উচ্চ আদালতের নির্দেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে কিছু বলতে পারব না। 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক