হোম > সারা দেশ > যশোর

এসআই স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশ পরিদর্শক সাময়িক বরখাস্ত

যশোর প্রতিনিধি

যশোরে শাহাজাদী আক্তার নামে পুলিশের নারী উপপরিদর্শককে (এসআই) নির্যাতনের অভিযোগে পুলিশ পরিদর্শক স্বামী কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

গত ৩১ ডিসেম্বর অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। অফিস নোটিশে স্ত্রীকে নির্যাতনের কথা উল্লেখ না করলেও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কার্য ও অসদাচরণমূলক অপরাধের উল্লেখ করা হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ পিবিআই পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান। আজ সোমবার বিকেলে মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কামরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। প্রাথমিক তদন্তে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

গত শুক্রবার রাতে যশোর সদরের খড়কি এলাকার বাড়িতে পুলিশ পরিদর্শক কামরুজ্জামান তাঁর স্ত্রী যশোর সদর জুডিশিয়াল আদালতের উপপরিদর্শক (এসআই) শাহজাদী আক্তারকে এলোপাতাড়িভাবে মারপিট ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে। শাহাজাদী আক্তার যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। যৌতুকের মামলা তুলে নিতে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন শাহাজাদী আক্তার। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ পরিদর্শক কামরুজ্জামান। তিনি ঝিনাইদহ পিবিআই (পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো) পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা