হোম > সারা দেশ > মেহেরপুর

মায়ের চিকিৎসার টাকাও ছিনিয়ে নেয় ডাকাত দল, চলে যায় বোমা ফাটিয়ে

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীর পাড়াপাড়া-জুগিন্দা সড়কে গতকাল রাতে ডাকাতির খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলার পাড়াপাড়া-জুগিন্দা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাড়াপাড়া-জুগিন্দা সড়কে অন্তত ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল একাধিক ব্যক্তির পথ রোধ করে টাকাপয়সা ও মোবাইল ফোন লুট করে নেয়। পরে তারা হাতবোমা ফাটিয়ে চলে যায়।

রতন আলী নামের এক ভুক্তভোগী বলেন, ‘গতকাল রাতে আমি গাংনী হাট থেকে বাড়িতে যাচ্ছিলাম। এ সময় ডাকাত দল আমার পথ রোধ করে সঙ্গে থাকা ২০ থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমি ডাকাতদের খুব অনুরোধ করে বলেছিলাম, আমার মা হাসপাতালে ভর্তি আছে, টাকাগুলো না নিতে। আমি এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাব। তার পরও তারা জোর করে আমার টাকা ছিনিয়ে নিয়েছে। পরে তার বোমা ফাটিয়ে চলে যায়।’ কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন রতন আলী।

আরেক ভুক্তভোগী কালু হোসেন বলেন, ‘মেহেরপুর হাট থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পাড়াপাড়া-জুগিন্দা সড়কে আমাদের গতি রোধ করে ডাকাতের দল। এ সময় আমার কাছে থাকা ১৫ হাজার ৭০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই সময় আরও তিন থেকে চারজনের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।’

কালু হোসেন আরও বলেন, ‘ডাকাত দলে আনুমানিক ১২ থেকে ১৪ জন সদস্য ছিল। তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। তাদের কাছে দেশীয় বিভিন্ন অস্ত্র ছিল। ডাকাত সদস্যদের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে। প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল।’

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার পাড়াপাড়া-জুগিন্দা সড়কে ডাকাতির ঘটনায় তারা আতঙ্কিত। গত রাতেও ডাকাত দল সড়কের পথচারী ও ব্যবসায়ীদের গতি রোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন জানতে পেরে সেখানে যায়। এলাকাবাসীর হইচই শুনে ডাকাত সদস্যরা দুটি বোমা ফাটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ব্যবসায়ী ও পথচারীদের কাছে থাকা ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাতেরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মফিজুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে পাড়াপাড়া-জুগিন্দা সড়কে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের ১২ থেকে ১৪ জন সদস্য বিভিন্ন পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, ‘ডাকাতির খবর শুনেই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ডাকাতদের চিহ্নিত করতে কাজ করছে।’

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন