হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় সড়কে প্রাণ ঝরল দুই বন্ধুর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের সাদ্দাম বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–শহরের টালিপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আবু সাঈদ বাদশা (৫০) ও সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর শালদাহ এলাকার আব্দুল হাই খানের ছেলে ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন (৪৫)। 

এর মধ্যে ঘটনাস্থলে বাদশার মৃত্যু হলেও আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। 

নিহতের ভাতিজা নাব্বির আল নাফিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোটরসাইকেলে করে দুই বন্ধু মজমপুর গেট থেকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়ক ধরে সাদ্দাম বাজার মোড়ের দিকে যাচ্ছিলেন। গন্তব্যস্থলে পৌঁছানোর একটু আগে বিপরীত দিক থেকে আসা ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য রাতেই লিটনকে ঢাকায় রেফার করেন। নিহত আবু সাঈদ বাদশা পেশায় একজন ব্যবসায়ী এবং ওয়াহেদ ইউসুফ খান ওরফে লিটন সংবাদপত্রে কাজ করতেন। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে কাভার্ডভ্যানের কাউকে আটক করা সম্ভব হয়নি।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা