হোম > সারা দেশ > খুলনা

নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশের সর্বস্তরে পেশাদারি জরুরি: কেএমপি কমিশনার

খুলনা প্রতিনিধি

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আজ মঙ্গলবার খুলনা পুলিশ লাইনসে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে পুলিশের সর্বস্তরে পেশাদারি, সততা ও দক্ষতা অত্যন্ত জরুরি।

আজ মঙ্গলবার সকালে নগরীর বয়রা এলাকায় পুলিশ লাইনসে প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে কেএমপি কমিশনার এ কথা বলেন। খুলনায় নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলী হায়দার বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল মনোভাব, ন্যায়নিষ্ঠা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনে সহায়ক হবে।’

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত উপকমিশনার শামীমা আক্তার সুমীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন